কল্যাণী এইমসে কর্মী নিয়োগ

230
0
AIIMS Kalyani Recruitment 2024

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কল্যাণীতে চুক্তির ভিত্তিতে নার্স নিয়োগ করা হবে। AIIMS Kalyani Recruitment 2024

যোগ্যতাঃ অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি।

জেনারেল নার্সিং মিডওয়াইফারি/ বিএসসি নার্সিং থাকলে অগ্রাধিকার।

বয়সঃ ১৮ নভেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

দশম শ্রেণি যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২০০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

https://aiimskalyani.edu.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

সিডস কর্পোরেশনে কর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ১৮ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে মেইল করতে হবে atfaiimsk@gmail.com  এই ইমেল আইডিতে। AIIMS Kalyani Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

আশাকর্মী নিয়োগ