অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কল্যাণীতে সিনিয়র রেসিডেন্ট পদে ১২১ জন নিয়োগ করা হবে। AIIMS Kalyani Recruitment
প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেগুলি হল– অ্যানেসথেসিয়া, বায়োকেমিস্ট্রি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি,
কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি, ডার্মেটোলজি, এনড্রোক্রিনোলজি, ইএনটি, ফরেসনসিক মেডিসিন অ্যান্ড
টক্সিকোলজি, গ্যাসট্রোএনটেরোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন,
দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস
মেডিক্যাল অনকোলজি/ হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নিওনেটালজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউক্লিয়ার মেডিসিন,
অবসটেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, ফিজিওলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি,
ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিওলজি, রেডিও থেরাপি,
সার্জিক্যাল গ্যাসট্রোএনটেরোলজি, সার্জিক্যাল অনকোলজি, ট্র্যান্সফিউসন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, ইউরোলজি।
কলকাতার বিড়লা মিউজিয়ামে কাজের সুযোগ
যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি (এমডি/ এমএস/ ডিএনবি) বা সমতুল।
বয়সসীমা: ৩০ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী ১৫৬০০-৩৯১০০ টাকা সঙ্গে ৬৬০০ টাকা গ্রেড পে।
আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ফি দিতে হবে না। এনইএফটি কাটতে হবে AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT- এর অনুকূলে।
অ্যাকাউন্ট নম্বর- ৪১২৭৭৬৮৮৫২৯
আইএফএস নম্বর- SBIN0063963
ব্যাঙ্কের নাম- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
শাখা- এইমস, কল্যাণী ব্র্যাঞ্চ
ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Administrative Building, 1st Floor, Committee Rooms of AIIMS, Kalyani, Pin- 741245.
ইন্টারভিউ হবে অফলাইন এবং অনলাইন মোডে। ইন্টারভিউয়ের তারিখ সময়মতো জানিয়ে দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: https://forms.gle/ZoK86vLTotBaxyrB7 লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১০ জুন ২০২৩ তারিখ দুপুর ১টা পর্যন্ত।
অফিশিয়াল নোটিফিকেশন–— ক্লিক করুন
অনলাইন আবেদন করতে —- ক্লিক করুন
AIIMS Kalyani Recruitment