এইমসে সিনিয়র রেসিডেন্ট

861
0
aiims recruitment 2022

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) ভুবনেশ্বরে ৯৯ জন সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: AIIMS/BBS/Dean/SR/49-A/3393.

বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী বেতন ৬৭৭০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি: আবেদনের ফি ১৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১২০০ টাকা।

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। ইউপিআই, এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএসের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ব্যাঙ্কের নাম: ব্যাঙ্ক অব ইন্ডিয়া, অ্যাকাউন্ট নম্বর: ৫৫৭৮১০১১০০০১৪৮২, আইএফএসসি কোড: বিকেআইডি০০০৫৫৭৮, ব্রাঞ্চের নাম: এইমস, ভুবনেশ্বর।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.aiimsbhubaneswar.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে REGISTRAR, ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES (AIIMS), BHUBANESWAR, ADMINISTRATIVE BLOCK, 1ST FLOOR, SIJUA, POST: DUMUDUMA, BHUBANESWAR (ODISHA)- 751019 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌছতে হবে ৮ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে। যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন