এইমস ভুবনেশ্বরে টিউটর নিয়োগ

schedule
2024-01-29 | 13:03h
update
2024-01-29 | 11:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) ভুবনেশ্বরে চুক্তির ভিত্তিতে টিউটর/ ডেমোন্সট্রেটর নিয়োগ করা হবে। AIIMS Recruitment 2024

ডিপার্টমেন্ট অনুযায়ী শূন্যপদঃ অ্যানাটমিঃ ৯, বায়োকেমিস্ট্রিঃ ৮, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজিঃ ৯,

মাইক্রোবায়োলজিঃ ৫, প্যাথোলজি অ্যান্ড ল্যাব মেডিসিনঃ ৯, ফার্মাকোলজিঃ ৬, ফিজিওলজিঃ ৭।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

Advertisement

যোগ্যতাঃ অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজিঃ এমসিআই/এনএমসি স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট মেডিক্যাল স্পেশ্যালিটিতে এমবিবিএস/ এমএসসি।

ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, প্যাথোলজি অ্যান্ড ল্যাব মেডিসিনঃ এমবিবিএস।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ।

রিপোর্টিং টাইম সকাল ৮.৩০ মিনিট।

আবেদনের ফিঃ ১৫০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ১২০০ টাকা।

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

Bank Name= Bank of India, Account No- 557810110001482, IFSC Code- BKID0005578, Branch Name- AIIMS, Bhubaneswar.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। AIIMS Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আর্মিতে পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগAMP

 

সুপ্রিম কোর্টে ক্লার্ক পদে নিয়োগAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 19:07:29
Privacy-Data & cookie usage: