এয়ার ইন্ডিয়ায় ১৫ অফিসার, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

1321
0
air india officer recruitment

এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডে ১৫ জন ম্যানেজার-ফিনান্স (air india officer recruitment), অফিসার-অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস নিয়োগ করা হবে৷

বেতন: ম্যানেজার-ফিনান্স পদে ৫০০০০ টাকা, অফিসার-অ্যাকাউন্টস পদে ৩২২০০ টাকা ও অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস পদে ২১৩০০ টাকা৷

যোগ্যতা ও বয়স: ম্যানেজার ফিনান্স: চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সাথে কোম্পানি সেক্রেটারি যোগ্যতা থাকলে অগ্রাধিকার৷

বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর৷

অফিসার-অ্যাকাউন্টস: ইন্টার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ ইন্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি অথবা ফিনান্স বা সমতুল বিষয়ে এমবিএ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷

বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর (জন্মতারিখ ২ মে ১৯৯১-১ মে ২০০৩ সালের মধ্যে)৷

অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস: গ্র্যাজুয়েট সঙ্গে এক বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর (জন্মতারিখ ২ মে ১৯৯৩৩- ১ মে ২০০৩)৷

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: আবেদনের ফি ৫০০ টাকা৷ তবে মেধাতলিকার ভিত্তিতে বাছাই প্রার্থী যাঁদেরকে সিলেকশন প্রসেসে ডাকা হবে তাঁঁদের আবেদনের ফি দিতে হবে৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ পূরণ করা আবেদনপত্র আগামী ১ জুনের মধ্যে পাঠাতে হবে hrhq.aiasl@airindia.in ইমেল আইডিতে৷ http://www.aiatsl.com/Recruitment লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে (air india officer recruitment)৷

http://www.aiatsl.com/resources/AIASL%20ADVT.pdf লিঙ্কে গিয়ে আবেদনপত্রের বয়ান সহ নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে প্রোজেক্ট অ্যাসোশিয়েট নিয়োগের খবর দেখতে ক্লিক করুন