মাধ্যমিক যোগ্যতায় এয়ারপোর্টে নিয়োগ

5024
0
Airport Job Vacancy

সারা দেশের বিভিন্ন এয়ারপোর্টে ১৮০৫ শূন্যপদে গ্রাউন্ড স্টাফ/ সিএসএ এবং লোডার/ হাউসকিপিং স্টাফ নিয়োগ করা হবে। Airport Job Vacancy

প্রার্থী বাছাই করবে ভারতীয় এভিয়েশন সার্ভিসেস। বিজ্ঞপ্তি নম্বর: 02/Exam/GS/LH/BAS/2022-23.

যোগ্যতা: গ্রাউন্ড স্টাফ/ সিএসএ: ইন্টারমিডিয়েট বা সমতুল পাশ।

লোডার/ হাউসকিপিং: মাধ্যমিক বা সমতুল পাশ।

বয়স: গ্রাউন্ড স্টাফ পদে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে এবং লোডার/ হাউসকিপার পদে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কল্যাণী এইমসে টেকনিশিয়ান

বেতন: গ্রাউন্ড স্টাফ পদে বেতন ১৫০০০-৩০০০০ টাকা। লোডার/ হাউসকিপিং পদে বেতন ১৩০০০-২০০০০ টাকা।

শূন্যপদ: গ্রাউন্ড স্টাফ: ১০৬৩, লোডার/ হাউসকিপিং: ৭৪২।

আর্মিতে ৫৫ পুরুষ মহিলা নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

পরীক্ষার ফি: গ্রাউন্ড স্টাফ পদে ৪৩০ টাকা এবং লোডার/ হাউসকিপিং পদ ৩৮০ টাকা।

ইউপিএসসির মাধ্যমে ২৬১ শূন্যপদে নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.bhartiyaaviation.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

Airport job vacancy

নোটিসটি দেখতে ক্লিক করুন