কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ

443
0

এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড অথবা এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডে চুক্তির ভিত্তিতে ইউটিলিটি এজেন্ট কাম রেম্প (Ramp) ড্রাইভার এবং হ্যান্ডিম্যান নিয়োগ করা হবে। Airport Job Vacancy

শূন্যপদঃ ইউটিলিটি এজেন্ট কাম রেম্প ড্রাইভার ৩০, হ্যান্ডিম্যান (পুরুষ) ১১২।

যোগ্যতা, বয়স ও বেতনঃ ইউটিলিটি এজেন্ট কাম রেম্প ড্রাইভারঃ দশম শ্রেণি পাশ।

ট্রেড টেস্টের সময় বৈধ হেভি মোটর ভিকল লাইসেন্স দেখাতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। বেতন ২৪৯৬০ টাকা।

হ্যান্ডিম্যান (পুরুষ)- দশম শ্রেণি বা সমতুল পাশ। ইংরেজি ভাষা পড়তে এবং বুঝতে জানতে হবে।

স্থানীয় এবং হিন্দি ভাষায় কথা বলতে ও বুঝতে জানতে হবে।

বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। বেতন ২২৫৩০ টাকা। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ

আবেদনের ফিঃ আবেদনের ফি ৫০০ টাকা। এনইএফটি-র মাধ্যমে আবেদনের ফি দিতে হবে।

NAME OF THE BENEFICIARY-  AI AIRPORT SERVICES LIMITED, BANK ACCOUNT NUMBER- 00600310003602, MICR CODE NO- 400240015, IFSC CODE HDFC0000060

তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://www.aiasl.in/recruitment পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। Airport Job Vacancy

নোটিসটি দেখতে ক্লিক করুন