এয়ারপোর্টে ১০৮৬ শূন্যপদে নিয়োগ

1432
0
airport job vacancy 2023

আইজিআই এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অধীন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ১০৮৬ শূন্যপদে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: 03/IGIAS.

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ১০+২ পাশ। মহিলা এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ (২৫ নম্বর),

এভিয়েশন নলেজ (২৫ নম্বর), ইংলিশ নলেজ (২৫ নম্বর) এবং অ্যাপ্টিটিউড অ্যান্ড রিজনিং (২৫ নম্বর)।

মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় দেড় ঘণ্টা। নেগেটিভ মার্কিং থাকবে না।

আবেদনের পদ্ধতি: www.igiaviationdelhi.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন