এয়ারপোর্টস অথরিটিতে ৩৬৮ ম্যানেজার ও জুনিয়র এগজিকিউটিভ নিয়োগ

2034
0
AAI Recruitment 2024

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে ৩৮৬ জন ম্যানেজার ও জুনিয়র এগজিকিউটিভ নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ০৫/২০২০৷
শূন্যপদ: ম্যানেজার (ফায়ার সার্ভিস): ১১ (অসংরক্ষিত ৬৬, ইডব্লুএস ১, ওবিসি ৩, তপশিলি জাতি ১)৷ ম্যানেজার (টেকনিক্যাল): ২ (অসংরক্ষিত)৷ জুনিয়র এগজিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল): ২৬৪ (অসংরক্ষিত ১০৭, ইডব্লুএস ২৬, ওবিসি এনসিএল ৭২, তপশিলি জাতি ৪০, তপশিলি উপজাতি ১৯)৷ জুনিয়র এগজিকিউটিভ (এয়ারপোর্ট অপারেশনস): ৮৩ (অসংরক্ষিত ৩৫, ইডব্লুএস ৮, ওবিসি এনসিএল ২১, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৫)৷ জুনিয়র এগগজিকিউটিভ (টেকনিক্যাল): ৮ (অসংরক্ষিত ৫, ওবিবসি এনসিএল ২, তপশিলি জাতি ১)৷
যোগ্যতা: ম্যানেজার (ফায়ার সার্ভিসেস): ফায়ার ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা৷
ম্যানেজার (টেকনিক্যাল): মেকানিক্যাল বা অটোমোবাইলে বিই/ বিটেক সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা৷
জুনিয়র এগজিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল): ফিজিক্স ও ম্যাথমেটিক্স সহ বিএসসি অথবা যে-কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং বব্যাচেলর ডিগ্রি (যে-কোনো একটি সেমেস্টারে ফিজিক্স ও ম্যাথমেটিক্স থাকতে হবে)৷
জুনিয়র এগজিকিউটিভ (এয়ারপোর্ট অপারেশনস): সায়েন্স গ্র্যাজুয়েট সঙ্গে এমবিএ অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি৷
জুনিয়র এগজিকিউটিভ (টেকনিক্যাল): মেকানিক্যাল বা অটোমোবাইলে বিই/ বিটেক৷
বয়সসীমা: ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর ও জুনিয়র এগজিকিউটিভ পদে ২৭ বছর৷ সবক্ষেত্রেই বয়স ধরা হবে ৩০ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
বেতনক্রম: ম্যানেজার পদে ৬০০০০-১৮০০০০ টাকা এবং জুনিয়র এগজিকিউটিভ পদে ৪০০০০-১৪০০০০ টাকা৷ মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ/ ডকুমেন্ট ভেরিফিকেশন/ ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এনডিওরেন্স টেস্ট/ ড্রাইভিং টেস্ট/ ভয়েস টেস্ট (যে পদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য)-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
আবেদনের ফি: ১০০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ১৭০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধী ও এএআই থেকে এক বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং যাঁদের আছে তাঁদের আবেদনের ফি দিতে হবে না৷
আবেদনের পদ্ধতি: http://www.aai.aero ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত৷

https://www.aai.aero/en/recruitment/release/200597 লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল