আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তরে ভর্তি

1764
0
aliah university admission 2023

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েজ, পোস্ট গ্র্যাজুয়েট, ইন্টিগ্রেটেড এমবিএ, বিএড প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। (aliah university admission 2023)

মেমো নম্বর: 001/AU/REG/AUAT/23-24.

যে সমস্ত কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে সেগুলি হল-

১) সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক অ্যান্ড এমটেক।

২) বিটেক প্রোগ্রামে দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রি।

৩) ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশন।

৪) পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমবিএ (বিবিএ-এমবিএ)।

৫) অ্যারাবিক, বাংলা, ইংলিশ, উর্দু, ইতিহাসি, ইসলামিক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজে ব্যাচেলর অব আর্টস অনার্স।

৬) ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বটানি, মাইক্রোবায়োলজি এবং জুলজিতে বিএসসি অনার্স।

৭) জিওগ্রাফি এবং ইকোনমিক্সে বিএ এবং বিএসসি অনার্স।

৮) আরাবিক, বাংলা, ইংরেজি, উর্দু, ইতিহাস, এডুকেশন, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিস, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে মাস্টার অব আর্টস (এমএ)।

৮) ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বটানি/ মাইক্রোবায়োলজি অ্যান্ড জুলজিতে এমএসসি।

৯) জিওগ্রাফি এবং ইকোনমিক্সে এমএ/ এমএসসি।

১০) এমসিএ

১১) মাস্টার অব ল

১২) বিএড প্রোগ্রাম।

http://www.aliah.ac.in ওয়েবসাইটে গিয়ে উপরিউক্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের অ্যাডমিশন টেস্ট হবে ২, ৮ এবং ৯ জুলাই ২০২৩ তারিখে। পোস্ট গ্র্যাজুয়েটের অ্যাডমিশন টেস্ট হবে ১৫ ও ১৬ জুলাই ২০২৩। আবেদনের ফি পুরুষ প্রার্থীদের ৪০০ এবং মহিলা প্রার্থীদের ৩০০ টাকা। (aliah university admission 2023)

ইনফরমেশন ব্রসিওর ডাউনলোড করতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

আরও খবর

উচ্চমাধ্যমিক যোগ্যতায় এসএসসির মাধ্যমে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

 

কলকাতার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কাজের সুযোগ