আলিয়া বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান, অফিসার নিয়োগ

186
0
Aliah University Recruitment

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ১১টি শূন্যপদে লাইব্রেরিয়ান, ডেপুটি লাইব্রেরিয়ান, ডেপুটি কন্ট্রোলার অব এগজামিনেশন, Aliah University Recruitment

সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল, ডেভলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার, জুনিয়র মেডিক্যাল অফিসার।

যোগ্যতা, বয়স ও বেতনঃ লাইব্রেরিয়ানঃ লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ ডকুমেন্টেশন সায়েন্সে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি

বা সমতুল। কলেজ লাইব্রেরিতে অন্তত ৮ বছর এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে অন্তত ১৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। বেতন ১৪৪২০০ টাকা।

রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ

ডেপুটি লাইব্রেরিয়ানঃ লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ ডকুমেন্টেশন সায়েন্সে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। বেতন ৭৯৮০০ টাকা।

ডেপুটি কন্ট্রোলার অব এগজামিনেশনঃ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি এবং লেকচারার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে

অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাততে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। বেতন ৭৯৮০০ টাকা।

সেক্রেটারি, ফ্যাকাল্টি কাউন্সিলঃ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি এবং লেকচারার/

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাততে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। বেতন ৭৯৮০০ টাকা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ

ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারঃ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি। প্ল্যানিং, আর্কিটেকচার, আরবান ডিজাইন/

ম্যানেজমেন্ট, সুপারভিসন কন্সট্রাকশন অব মাল্টিস্টোরেড বিল্ডিংয়ে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। বেতন ৭৯৮০০ টাকা।

ব্যাঙ্কে স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ

সবক্ষেত্রেই ১২ নভেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি/ওবিসি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস- অ্যাকাউন্ট নম্বরঃ ৩২২১০২০০০০০০৭৫, আইএফএসসি কোড- BARB0GENSAL,

অ্যাকাউন্ট নাম- আলিয়া ইউনিভার্সিটি, ব্যাঙ্কের নাম- ব্যাঙ্ক অব বরোদা, জেননেক্সট, সল্টলেট, কলকাতা- ৭০০০৯১।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.aliah.ac.in ওয়েবসাইটে থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

বিএসএনএলে কর্মী নিয়োগ

নির্দিষ্ট বয়ানে পূরণ করা দরখাস্ত ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the Registrar,

Aliah University, IIA/27, New Town, Kolkata- 700160 ঠিকানায় ১২ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে।  Aliah University Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন