আলিপুরদুয়ারে স্বাস্থ্য কর্মী নিয়োগ

276
0
Alipurduar Recruitment 2024

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথে মিশনে আয়ুশ ডক্টর, মাল্টি পারপাস ওয়ার্কার নিয়োগ করা হবে। Alipurduar Recruitment 2024

মেমো নম্বরঃ DH&FWS/APD/24-25/396.

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.wbhealth.gov.in অথবা www.alipurduar.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

হুগলি পুরসভায় কর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the Chief Medical Officer of Health & member

Secretary, D.H.& F.W.S, Babupara, Maya Talkies Road, Ward No XII, PO & Dist: Alipurduar, PIN- 736121 ঠিকানায়।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৯ অগস্ট ২০২৪ তারিখের মধ্যে।

বর্ধমানে শিক্ষক নিয়োগ

প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। Alipurduar Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন