দ্বাদশ শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

667
0

আসানসোলে ২৮টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। Anganwadi Karmi Recruitment 2024

মেমো নম্বর 224/ICDS/ASN-II (U).

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।

বয়সঃ ২১ অগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

ভারতীয় রেলে ১১৫৫৮ শূন্যপদে নিয়োগ

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ https://icdspsbdn.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

এইমসে নার্সিং অফিসার নিয়োগ

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। Anganwadi Karmi Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন