অষ্টম শ্রেণি যোগ্যতায় হাওড়ায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ

2248
0
Hooghly Anganwadi Recruitment 2023

পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে ২০ জন নিয়োগ করা হবে (anganwadi recruitment 2022)।

নিচের যোগ্যতার মহিলা প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

শূন্যপদ: অঙ্গনওয়াড়ি কর্মী: ৩, অঙ্গনওয়াড়ি সহায়িকা: ১৭।

অঙ্গনওয়াড়ি কর্মী পদগুলি শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতি, হাওড়ার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলিতে অবস্থিত।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদগুলি শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির যে গ্রামপঞ্চায়েতগুলিতে অবস্থিত সেগুলি হল-

আমড়দহ, বাছরি, বারগ্রাম, ডিহিমণ্ডল ঘাট-১, ডিহিমণ্ডল ঘাট-২, খারুবেড়িয়া, নাকো, শশাটি।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে।

যোগ্যতা: অঙ্গনওয়াড়ি কর্মী: মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

শ্যামপুর ২ নম্বর প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ, এক্ষেত্রেও উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত এলাকার শূন্যপদের জন্য আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ডব্লুবিসিএস পরীক্ষার তারিখ দেখতে ক্লিক করুন

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ভাইভা-ভোসির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল-

মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা, পাটিগণিত, পুষ্টি-জনস্বাস্থ্য-মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন, ইংরেজি ভাষাজ্ঞান (প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান, ভাষান্তরকরণ/ অনুবাদ ইত্যাদি), সাধারণ জ্ঞান।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://howrah.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র ও

অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি এবং
একটি স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট মাপের ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকাতে হবে

এবং অন্য ২টি ছবি আবেদনপত্রে সঙ্গে আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে), আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ ৬ টাকার ডাকটিকিট দেওয়া একটি ১০*৪ ইঞ্চি মাপের একটি খাম,

এপিক এবং আধার কার্ডের স্ব-প্রত্যয়িত জেরক্স দিতে হবে। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি শ্যামপুর ২ নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, শশাটি, শ্যামপুর, হাওড়া, শিশু বিকাশ প্রকল্প আধিকারিদের

কার্যালয়ে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে ২৩ মে ২০২২ তারিখ বিকাল ৪টের মধ্যে।

প্রতিটি সরকারি কাজের দিন বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে ((anganwadi recruitment 2022))।

নোটিসটি দেখতে এবং দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন