পিএসসির ওয়ার্ড মাস্টার নিয়োগ পরীক্ষার আন্সার-কীতে দুটি ভুল

1156
0
WBPSC Clerkship Recruitment 2023

রাজ্য পিএসসির ওয়ার্ড মাস্টার গ্রেড-থ্রি পদে নিয়োগের পরীক্ষার আন্সার-কী আপলোড করা হয়েছে গত ১৬ ডিসেম্বর (notice no. 321-psc/con (Q) dt. 16.12.2020)। তাতে দুটি ভুল ধরা পড়েছে। সিরিজ এ-র প্রশ্ন নং ২২, সিরিজ বি-র প্রশ্ন নং ৬, সিরিজ সি-র প্রশ্ন নং ৩৬, সিরিজ ডি-র প্রশ্ন নং ৭২। এগুলির উত্তর দেওয়া ছিল এ, ঠিক উত্তর হবে বি।
তেমনই সিরিজ এ-র প্রশ্ন নং ৬৪, সিরিজ বি-র প্রশ্ন নং ১১, সিরিজ সি-র প্রশ্ন নং ২১, সিরিজ ডি-র প্রশ্ন নং ৭৩। এগুলির উত্তর দেওয়া ছিল ডি, কিন্তু এ, বি, সি ডি কোনো উত্তরই ঠিক নয়। পিএসসির এই সংশোধনী দেখা যাবে এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=202012301654_corrigendum.pdf&param2=advertisement