পিএসসির মোটর ভিকল ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার আন্সার-কী

929
0
WBJEE 2023 answer key released

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য পরিবহণ দপ্তরে মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেকনিক্যাল) নিয়োগের জন্য (বিজ্ঞপ্তি নং ৩২/২০১৯) যে এমসিকিউ পরীক্ষা গত ২২ নভেম্বর দ্বিতীয়ার্ধে হয়েছিল তার আন্সার-কী ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রশ্নপত্রের সঙ্গে ভালো করে মিলিয়ে যদি কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়ে তা আগামী ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে কমিশনকে জানাতে পারেন, পিএসসির ওয়েবসাইটে (www.pscwbapplication.in) দেওয়া লিঙ্কে।

আন্সার-কী সহ পিএসসির ২৩ নভেম্বর তারিখের এই বিজ্ঞপ্তি (No.232-PSC/Con(Q), Date: 23rd Nov.,2020) দেখা যাবে এই লিঙ্কে:

https://wbpsc.gov.in/Download?param1=202011232014_editedAnswerkey.pdf&param2=advertisement

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল