ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষায় আবেদনের তারিখ বাড়ল

873
0
WBPSC Clerkship Recruitment 2023

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ১৭/২০২০ অনুযায়ী আয়োজিত ২০২০-র ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ বারানো হল। আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি মধ্যরাত্রি পর্যন্ত। পিএসসির ৪ জানুয়ারির এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে:

http://pscwbapplication.in/pdf20/Answer_key_35_2019.pdf

প্রথমে আবেদনের শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর। যাঁরা এখনও আবেদন করেননি তাঁদের সুবিধার জন্য আমাদের বিস্তারিত মূল খবরের লিঙ্ক দেওয়া হল: https://jibikadishari.co.in/wbpsc-2/

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল