ভারতীয় রেলে ৩৫৯১ অ্যাপ্রেন্টিস নিয়োগ

2776
0
RRB Technician Recruitment 2024

ভারতীয় রেলের পশ্চিম রেলওয়ে শাখায় ৩৫৯১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Apprentice)৷

নোটিফিকেশন নম্বর: RRC/WR/01/2021 Apprentice Dated 18.05.2021. অনলাইন আবেদন করা যাবে আগামী ২৪ জুন বিকাল ৫টা পর্যন্ত৷

বয়স: ২৪ জুন ২০২১ তারিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট৷

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৮ মে ২০২১ তারিখের মধ্যে৷

ট্রেডগুলি হল: ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল),, মেকানিক (ডিএসএল), মেকানিক (মোটর ভিকল),

প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ওয়্যারম্যান, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক,

পাইপ ফিটার, প্লাম্বার, ড্রাফটসম্যান (সিভিল), স্টেনোগ্রাফার (ইংলিশ)৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ম্যাট্রিকুলেশন ও আইটি‌আইয়ের সব বিষয়ের নম্বরের মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে, কোনো লেখা পরীক্ষা বা ইন্টারভিউ হবে না‌

আবেদনের ফি: ১০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.rrc-wr.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে (Apprentice)৷

সরাসরি https://www.rrc-wr.com/Tradeapp/Login/index লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৪ জুন বিকাল ৫টা পর্যন্ত৷

https://www.rrc-wr.com/rrwc/Act_Appr_2021-22/Apprentice_2021-22_Notification.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন৷