ইরকন ইন্টারন্যাশনালে অ্যাপ্রেন্টিস

1899
0
Apprentice Recruitment

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে ৩২ জন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

বিজ্ঞপ্তি নম্বর: এ ০৫/২০২১।

শূন্যপদ: গ্র্যাজুয়েট: সিভিল: ১২, ইলেক্ট্রিক্যাল: ৪, এসঅ্যান্ডটি: ৩।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: সিভিল: ৮, ইলেক্ট্রিক্যাল: ৩, এসঅ্যান্ডটি: ২।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: এআইসিটিই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: এআইসিটিই/ রাজ্যের টেকনিক্যাল এডুকেশন বোর্ড স্বীকৃত থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং/ টেকবোলজি পূর্ণ সময়ের ডিপ্লোমা। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে।

বয়সসীমা: ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ১০০০০ টাকা এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবে।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপর অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত (apprentice)।

নোটিসটি দেখতে ক্লিক করুন