প্লাজমা রিসার্চ ইনস্টিটিউটে ১৮ অ্যাপ্রেন্টিস

1601
0

ইনস্টিটিউট অব প্লাসমা রিসার্চে ১৮ জন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর ০৭/২০২০।
শূন্যপদ: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ১ (গ্র্যাজুয়েট), সিভিল ইঞ্জিনিয়ারিং: ১ (টেকনিশিয়ান), ইলেকট্রক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫ (গ্র্যাজুয়েট ৩, টেকনিশিয়ান: ২), ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: ৪ (গ্র্যাজুয়েট ২, টেকনিশিয়ান: ২), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫ (গ্র্যাজুয়েট ৩, টেকনিশিয়ান: ২), ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং: ২ (গ্র্যাজুয়েট ১, টেকনিশিয়ান: ১)।
যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস বিই/বিটেক। ২০১৯ বা ২০২০ সালে পাশ করে থাকতে হবে।
ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১০৫০০ এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯৪০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registarmenunew!registermenunew.action পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপর https://erecruit.ipr.res.in/app_Login/ পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২২ নভেম্বর বিকাল ৫.৩০ পর্যন্ত।
http://www.ipr.res.in/documents/jobs_career.html লিঙ্কে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল