Site icon জীবিকা দিশারী

আইটিআই যোগ্যতায় নিউক্লিয়ার পাওয়ারে অ্যাপ্রেন্টিস

NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ২৫০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Apprentice 2021)।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ইলেকট্রনিক মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, কার্পেন্টার, প্লাম্বার, ওয়ারম্যান, ডিজেল মেকানিক, মেশিনিস্ট, পেইন্টার, ড্রাফটসম্যান (সিভিল/ মেকানিক্যাল), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার (ইংলিশ/ হিন্দি), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৫ নভেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী উর্ধ্বসীমা ছাড় পাবেন।

স্টাইপেন্ড: এক বছরের আইটিআই পাশ করা প্রার্থীরা ট্রেনিং চলাকালীন ৭৭০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন এবং দু’বছরের আইটিআই পাশ করা প্রার্থীরা প্রতি মাসে ৮৮৫৫ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীর উচ্চতা হতে হবে ১৩৭ সেন্টিমিটার, ওজন ২৫.৪ কেজি।

আবেদনের পদ্ধতি: http://www..apprenticeship.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৪ টা পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version