টাঁকশালে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি

1322
0
Apprentice 2022
Courtesy: The Asian Age

গভর্নমেন্ট অব ইন্ডিয়া প্রেস নিউ দিল্লিতে অফসেট মেশিন মাইন্ডার, প্লেট মেকার (লিথোগ্রাফিক) এবং বুক বাইন্ডার পদে ৪৪ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Apprentice 2022)।

শূন্যপদ: অফসেট মেশিন মাইন্ডার: ১৮ (অসংরক্ষিত ১০, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

প্লেট মেকার (লিথোগ্রাফিক): ২ (অসংরক্ষিত)।

বুক বাইন্ডার: ২৪ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।

স্টাইপেন্ড: অফসেট মেশিন মাইন্ডার এবং প্লেট মেকার (লিথোগ্রাফিক) পদের ক্ষেত্রে প্রতি মাসে ৬০০০ টাকা এবং বুক বাইন্ডার পদে প্রতি মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

ট্রেনিংয়ের সময়সীমা: প্লেট মেকার ও বুক বাইন্ডার পদে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর এবং অফিসেট মেশিন মাইন্ডার পদে ট্রেনিংয়ের সময়সীমা ৩ বছর।

যোগ্যতা: অফসেট মেশিন মাইন্ডার এবং প্লেট মেকার পদের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ দশম শ্রেণি পাশ বা সমতুল। বুক বাইন্ডার পদে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.dop.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Officer In Charge, Govt of India Press, Minto Road, New Delhi-02 ঠিকানায়।

আবেদনপত্র পৌঁছতে হবে ১৪ মে ২০২২ তারিখের মধ্যে (Apprentice 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন