গভর্নমেন্ট অব ইন্ডিয়া প্রেস নিউ দিল্লিতে অফসেট মেশিন মাইন্ডার, প্লেট মেকার (লিথোগ্রাফিক) এবং বুক বাইন্ডার পদে ৪৪ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Apprentice 2022)।
শূন্যপদ: অফসেট মেশিন মাইন্ডার: ১৮ (অসংরক্ষিত ১০, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।
প্লেট মেকার (লিথোগ্রাফিক): ২ (অসংরক্ষিত)।
বুক বাইন্ডার: ২৪ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।
স্টাইপেন্ড: অফসেট মেশিন মাইন্ডার এবং প্লেট মেকার (লিথোগ্রাফিক) পদের ক্ষেত্রে প্রতি মাসে ৬০০০ টাকা এবং বুক বাইন্ডার পদে প্রতি মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
ট্রেনিংয়ের সময়সীমা: প্লেট মেকার ও বুক বাইন্ডার পদে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর এবং অফিসেট মেশিন মাইন্ডার পদে ট্রেনিংয়ের সময়সীমা ৩ বছর।
যোগ্যতা: অফসেট মেশিন মাইন্ডার এবং প্লেট মেকার পদের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ দশম শ্রেণি পাশ বা সমতুল। বুক বাইন্ডার পদে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.dop.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।
পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Officer In Charge, Govt of India Press, Minto Road, New Delhi-02 ঠিকানায়।
আবেদনপত্র পৌঁছতে হবে ১৪ মে ২০২২ তারিখের মধ্যে (Apprentice 2022)।