ইউরেনিয়াম কর্পোরেশনে ২৪৪ অ্যাপ্রেন্টিস

1179
0

ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ২৪৪ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২০।

শূন্যপদ: ফিটার: ৮০, ইলেক্ট্রিশিয়ান: ৮০, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৪০, টার্নার/ মেশিনিস্ট: ১৫, ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১০, মেকানিক ডিজেল/ মেকানিক এমভি: ১০, কার্পেন্টার: ৫, প্লাম্বার: ৪।

বয়সসীমা: ২০ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ (তপশিলি জাতি/ উপজাতির ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর সহ) এবং এনসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে আইটিআই।

স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: http://www.ucil.gov.in/job.html ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

http://www.ucil.gov.in/pdf/job/For%20Website%20-%20Apprentice%20Advt.%20Notification.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল