ন্যাভাল রিসার্চে ৩০ অ্যাপ্রেন্টিস

1802
0

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির অধীন ন্যাভাল মেটিরিয়ালস রিসার্চ ল্যাবরেটরিতে ৩০ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, আইটিআই অ্যাপ্রেন্টিস ও ১০+২ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: NMRL/ADMIN/RECRU/APPRTRN/2020-21.

শূন্যপদ ও যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: শূন্যপদ ৪ (কেমিস্ট্রিতে বিএসসি), ৪ (যে-কোনো বিষয়ে বিএ/ বিকম সঙ্গে কম্পিউটারের জ্ঞান)।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ২ (মেকানিক্যালে ডিপ্লোমা), ২ (ইলেক্ট্রনিক্সে ডিপ্লোমা), ১ (কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা), ১ (পেইন্ট টেকনোলজিতে ডিপ্লোমা)।

আইটিআই অ্যাপ্রেন্টিস: ৩ (পাম্প অপারেটরে আইটিআই), ৩ (ফিটারে আইটিআই), ২ (ইলেক্ট্রিশিয়ানে আইটিআই), ২ (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে আইটিআই), ১ (ওয়েল্ডারে আইটিআই), ১ (অফিস অ্যাসিস্ট্যান্ট-কম্পিউটার অপারেটরে আইটিআই)।

১০+২ অ্যাপ্রেন্টিস: ৪ (যে-কোনো বিষয়ে ১০+২ সঙ্গে কম্পিউটারের জ্ঞান)।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না।

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা ও বাকিদের প্রতি মাসে ৭০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.drdo.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে dcparmar@nmrl.drdo.in ইমেল আইডিতে পাঠাতে হবে। সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে, আমাদের ওয়েবসাইটেও আবেদনের শেষ তারিখ জনিয়ে দেওয়া হবে।

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_91_2021b.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল