ইন্ডিয়ান অয়েলে ৪৯৩ অ্যাপ্রেন্টিস

1801
0
haldia refinery recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৪৯৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: IOCL/MKTG/SR/APPR/2020-21 Phase-1.

যেসমস্ত ডিসিপ্লিনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল: ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর।

যোগ্যতা: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে আইটিআই।

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় স্নাতক (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৪৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)।

ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার): দ্বাদশ শ্রেণি পাশ।

ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল্ড় সার্টিফিকেট হোল্ডার): দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে স্কিল সার্টিফিকেট।

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: http://iocl.onlinereg.in/ioclsrreg1120/home.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

https://iocl.com/PeopleCareers/PDF/1.0_Fulltext_Advertisement_2020_21_Phase-I.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল