ম্যাজাগন ডকে ৮৬ অ্যাপ্রেন্টিস

1270
0
Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৮৬ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: ADVT/MDL-ATS/02/2020.

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: কেমিক্যাল ইঞ্জিনিয়ার: ১, কম্পিউটার ইঞ্জিনিয়ার: ২, সিভিল ইঞ্জিনিয়ার: ৩, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার: ১৫, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার: ৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: ৪৩, প্রোডাকশন ইঞ্জিনিয়ার: ৫, শিপবিল্ডিং টেকনোলজি: ৫।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার: ২, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: ৫।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিং ১ বছরের। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা।

প্রসঙ্গত, ১ এপ্রিল ২০১৮ সালের আগে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না।

আবেদনের পদ্ধতি: http://portal.mhrdnats.gov.in/ পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিয়েবে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে, তারপর ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

 

https://mazagondock.in/writereaddata/career/MDL_ATS_Rules_Regulation_Graduate_&_Diploma_Apprentices_Batch_20_21_(1)_1232020101721AM.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল