এয়ারপোর্টস অথরিটিতে ১৮০ অ্যাপ্রেন্টিস

1399
0
AAI Apprentice 2024

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷

১৷ বিজ্ঞপ্তি নম্বর: 03/12/2020/APPRENTICE (Graduate/Diploma) (WR).

১৫৯ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (মেকানিক/ অটো ইঞ্জিনিয়ারিং): ৩১, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (কমিউনিকেশন নেভিগেশনাল সার্ভেইলেন্স): ২৯, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স): ২৬, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (মেকানিক/ অটো ইঞ্জিনিয়ারিং): ২৭, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (কমিউনিকেশন নেভিগেশনাল সার্ভেইলেন্স): ২২, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স): ২৪৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সবক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা এক বছর৷ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫০০০ টাকা ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি:

https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunewlregistermenune পোর্টালে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত৷

 

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Final%20Advertisement%20for%20Graduate%20%26%20Diploma%20Apprentices%202020-21.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

২৷ বিজ্ঞপ্তি নম্বর: 04/12/2020/APPRENTICE (ITI) (WR).

২১ জন আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ শূন্যপদ: আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (মোটর ভিকল মেকানিক): ১০, আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (ডিজেল মেকানিক): ১১৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷

যোগ্যতা: আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (মোটর ভিকল মেকানিক): মেকানিক মোটর ভিকলে ভোকেশনাল কোর্স৷

আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (ডিজেল মেকানিক): মেকানিক ডিজেলে ভোকেশনাল কোর্স৷

আবেদনের পদ্ধতি: https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunewlregistermenuneপোর্টালে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত৷

https://www.aai.aero/sites/default/files/filefield_paths/Final%20Advertisement%20for%20ITI%20Apprentices%202020-21.pdfলিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল