ভারত হেভি ইলেক্ট্রিক্যালসে ৩০০ অ্যাপ্রেন্টিস

1523
0
Apprentice Recruitment

ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডে ভোপালে ৩০০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: ৩০০ (ইলেক্ট্রিশিয়ান ৮০, ফিটার ৮০, মেশিনিস্ট কম্পোসাইট ৩০, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ২০, টার্নার ২০,

কম্পিউটার সিওপিএ/ পিএএসএএ ৩০, ড্রাফটসম্যান মেকানিক ৫, ইলেক্ট্রিক্যাল মেকানিক ৫, মেকানিক মোটর ভিকল ৫, মেশিনিস্ট গ্রাইন্ডার ৫, ম্যাসন ৫, পেইন্টার জেনারেল ৫, কার্পেন্টার ৫, প্লাম্বার ৫)।

যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৬০ শতাংশ

(তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ) নম্বর নিয়ে এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট।

স্টাইপেন্ড: প্রতি মাসে ৭০০০ টাকা।

বয়সসীমা: ৩১ মার্চ ২০২১ তারিখে বয়স হতে হবে ১৪-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.org/candidate-registration লিঙ্কে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। এরপর www.bhelbpl.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে (Apprentice)।

অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন 

 

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল