কলকাতায় অ্যাপ্রেন্টিস নিয়োগ

402
0
Apprentice Recruitment

সিএসআইআর- সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় ২৫টি শূন্যপদে নন-টেকনিক্যাল ক্যাটেগরিতে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Apprentice Recruitment

প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতাঃ ইংলিশ/ হিন্দি/ ইকোনমিক্স/ হিস্ট্রি/ সোশিওলজি/ পলিটিক্যাল সায়েন্স/ জিওগ্রাফি/ ফিলোজফি/ অ্যানথ্রোপলজি/ ফোটোগ্রাফি/ পাবলিক

অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ ম্যাথেমিটক্স/ জুলজি/ বটানি/ মাইক্রোবায়োলজি/ কম্পিউটার সায়েন্স/ স্ট্যাটিস্টিক্স/

হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজেমেন্ট, ক্যাটারিং টেকনোলজি/ এনভায়রনমেন্টাল সায়েন্স/ ইলেক্ট্রনিক্সে বিএসসি অথবা বিকম/বিবিএ/বিসিএ।

প্রার্থীকে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে।

আবেদনের পদ্ধতিঃ https://nats.education.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৫ মে ২০২৪ তারিখ পর্যন্ত। Apprentice Recruitment

 

নোটিসটি দেখতে ক্লিক করুন