Site icon জীবিকা দিশারী

রিসার্চ ইনস্টিটিউটে অ্যাপ্রেন্টিস


ইনস্টিটউট অব প্লাজমা রিসার্চ ইনস্টিটউটে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Apprentice Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বরঃ ০৬/২০২৪।

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদঃ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ৫, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ২।

সিভিল ইঞ্জিনিয়ারিংঃ গ্র্যাজুয়েট ৫, টেকনিশিয়ান ২, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ গ্র্যাজুয়েট ৫, টেকনিশিয়ান ৫।

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনঃ গ্র্যাজুয়েট ৫, টেকনিশিয়ান ২।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ গ্র্যাজুয়েট ৫, টেকনিশিয়ান ৫, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংঃ গ্র্যাজুয়েট ২, টেকনিশিয়ান ২।

জেনারেল স্ট্রিম (বিকম/বিএ/বিবিএ)- গ্র্যাজুয়েট ৫।

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ জেনারেল স্ট্রিম- কমার্স/ আর্টস/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক।

বাকি ডিসিপ্লিনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিই বা বিটেক।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসঃ সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা। ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে যাঁরা পাশ করেছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতিমাসে ১৩৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে

এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগে কাজের সুযোগ

আবেদনের পদ্ধতিঃ https://www.ipr.res.in/documents/jobs_career.html লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

নেভিতে বিটেক পড়িয়ে চাকরি

অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। Apprentice Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version