ডিআরডিওতে ৭৯ অ্যাপ্রেন্টিস

1211
0
NLC Apprentice Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীন টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরিতে ৭৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (apprentice trainee)৷

শূন্যপদ: ফিটার: ১৪, মেশিনিস্ট: ৬, টার্নার: ৪, কার্পেন্টার: ৩, ইলেক্ট্রিশিয়ান: ১০, ইলেক্ট্রনিক্স মেকানিক: ৯,

মেকানিক (মোটর ভিকল): ৩, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৭, কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিক: ২,

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সিওপিএ): ৫, ডিজিটাল ফোটোগ্রাফার: ৬,

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৮, স্টেনোগ্রাফার (হিন্দি): ১, স্টেনোগ্রাফার (ইংলিশ): ১৷

স্টাইপেন্ড: ফিটার, মেশিনিস্ট, টার্নার, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান ও মেকানিক মোটর ভিকল ট্রেডে প্রতি মাসে ৮০৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে অন্যান্য ট্রেডগুলির ক্ষেত্রে প্রতি মাসে ৭৭০০ টাকা করে স্টাইপেন্ড৷

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ৷

বয়স: ১৭ মে ২০২১ তারিখে বয়স ১৪ বছরের কম হলে আবেদন করতে পারবেন না৷

ট্রেনিংয়ের সময়সীমা: সবকটি ট্রেডের ক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর৷

আবেদনের পদ্ধতি: apprenticeshipindia.org পোর্টালে গিয়ে আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করার পর যাবতীয় প্রমাণপত্রাদি (দশম শ্রেণির সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট ও মার্কশিট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র) স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে মেল করতে হবে admintbrl@drdo.in ইমেল আইডিতে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত (apprentice trainee)৷

বিজ্ঞপ্তিটি দেখতে  ক্লিক করুন

সাম্প্রতিক পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড ও ফলপ্রকাশের খবর দেখতে ক্লিক করুন