Site icon জীবিকা দিশারী

ডিআরডিওতে ৭৯ অ্যাপ্রেন্টিস

NLC Apprentice Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীন টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরিতে ৭৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (apprentice trainee)৷

শূন্যপদ: ফিটার: ১৪, মেশিনিস্ট: ৬, টার্নার: ৪, কার্পেন্টার: ৩, ইলেক্ট্রিশিয়ান: ১০, ইলেক্ট্রনিক্স মেকানিক: ৯,

মেকানিক (মোটর ভিকল): ৩, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৭, কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিক: ২,

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সিওপিএ): ৫, ডিজিটাল ফোটোগ্রাফার: ৬,

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৮, স্টেনোগ্রাফার (হিন্দি): ১, স্টেনোগ্রাফার (ইংলিশ): ১৷

স্টাইপেন্ড: ফিটার, মেশিনিস্ট, টার্নার, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান ও মেকানিক মোটর ভিকল ট্রেডে প্রতি মাসে ৮০৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে অন্যান্য ট্রেডগুলির ক্ষেত্রে প্রতি মাসে ৭৭০০ টাকা করে স্টাইপেন্ড৷

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ৷

বয়স: ১৭ মে ২০২১ তারিখে বয়স ১৪ বছরের কম হলে আবেদন করতে পারবেন না৷

ট্রেনিংয়ের সময়সীমা: সবকটি ট্রেডের ক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর৷

আবেদনের পদ্ধতি: apprenticeshipindia.org পোর্টালে গিয়ে আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করার পর যাবতীয় প্রমাণপত্রাদি (দশম শ্রেণির সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট ও মার্কশিট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র) স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে মেল করতে হবে admintbrl@drdo.in ইমেল আইডিতে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত (apprentice trainee)৷

বিজ্ঞপ্তিটি দেখতে  ক্লিক করুন

সাম্প্রতিক পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড ও ফলপ্রকাশের খবর দেখতে ক্লিক করুন

Exit mobile version