ভারত ইলেক্ট্রনিক্সে ৫০ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

1152
0
BEL Recruitment 2024

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: 12930/64/HRD/GAD/07.

শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৫, কম্পিউটার সায়েন্স (সিএসঅ্যান্ডই, সিএসঅ্যান্ডটি, সিটি অ্যান্ড সিই): ১০, ইলেক্ট্রনিক্স (ইসিই, ইটিসি, ইটিইসি অ্যান্ড ইসি): ১৫, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৬।

ট্রেনিংয়ের সময়সীমা: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং স্টাইপেন্ড মাসে ১১১১০ টাকা।

যোগ্যতা: ভারত সরকার বা এআইসিটিই স্বীকৃত সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই/ বিটেক।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে, তারপর সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে ভারত ইলেক্ট্রনিক্সে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

https://bel-india.in/Documentviews.aspx?fileName=Graduate-Advt-2020-English-04-11-2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল