আর্মড ফোর্সেস ট্রাইবুনালে ১০৯

1702
0
NDA & NA

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন আর্মড ফোর্সেস ট্রাইবুনালে ১০৯ জন ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড চিফ অ্যাকাউন্টস অফিসার, রেজিস্ট্রার, জুনিয়র রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, প্রাইভেট সেক্রেটারি, সেকশন অফিসার/ ট্রাইবুনাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ট্রাইবুনাল মাস্টার/ স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার ও আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের মধ্যে থেকে আবেদনের ভিত্তিতে। বিজ্ঞপ্তি নম্বর এফ নম্বর: 2(92)/2019/AFT/PB/Adm-II.

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://aftdelhi.nic.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি পাঠাতে হবে The Principal Registrar, Armed Forces Tribunal, Principal Bench, West Block-VIII, Sector-I, R.K. Puram, New Delhi-110066 ঠিকানায়। পৌঁছতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

http://aftdelhi.nic.in/vacancy/vacancy-31102020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল