মাধ্যমিক যোগ্যতায় ২৬৯ কনস্টেবল পদে নিয়োগ

2436
0
BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) খেলোয়াড় কোটায় একাধিক গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 21SP01/14034/1/2013। প্রথমে চুক্তির ভিত্তিতে নেওয়া হলেও পরে স্থায়ীকরণ হতে পারে। মোট ২৬৯ টি কনস্টেবল (Army Constable) পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।

শূন্যপদ :
১) বক্সিং (মেন) ১০; বক্সিং (উইমেন) ১০
২) জুডো (মেন) ৮; জুডো (উইমেন) ৮
৩) সুইমিং (মেন্) ১২; সুইমিং (উইমেন) ৪
৪) ক্রস কান্ট্রি (মেন্) ২; ক্রস কান্ট্রি (উইমেন) ২
৫) কবাডি (মেন) ১০;
৬) ওয়াটার স্পোর্টস (মেন) ১০; ওয়াটার স্পোর্টস (উইমেন) ৬
৭) উসু (মেন) ১১;
৮) জিমন্যাস্টিক (মেন) ৮
৯) ওয়েট লিফটিং (মেন ) ৮
১০) ওয়েট লিফটিং (উইমেন) ৯
১১) ভলিবল (মেন) ১০
১২) রেস্টলিং (মেন) ১২; রেস্টলিং উইমেন (১০)
১৩) হ্যান্ডবল (মেন) ৮
১৪) বডি বিল্ডিং (মেন) ৬
১৫) আর্চারি (মেন) ৮ ; আর্চারি (উইমেন) ১২
১৬) তাইকুন্ডু (মেন) ১০
১৭) অ্যাথেলেটিক্স (মেন) ২০; অ্যাথেলিটিক্স (উইমেন) ২৫
১৮) ইকুয়েস্টরেন (মেন) ২
১৯) শুটিং (মেন) ৩, শুটিং (উইমেন) ৩
২০) বাস্কেটবল (মেন) ৬
২১) ফুটবল (মেন) ৮

যোগ্যতা : প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা : পুরুষ উচ্চতা ১৭০ সেমি, মহিলা উচ্চতা ১৫৭ সেমি বুকের ছাতি (পুরুষ প্রার্থীর জন্য) ৮০ সেমি না ফুলিয়ে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত হবে। চোখের দৃষ্টি : ৬/৬ এবং ৬/৯ কোন লেন্স ছাড়া। বর্ণান্ধতা, জোড়া হাঁটু, চ্যাটালো পায়ের পাতা গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা : ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছর। সংরক্ষিত শ্ৰেণীৰ নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন : লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ – ৬৯,১০০ বং অন্যান্য ভাতা।

আবেদন : প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী ২২ সেপ্টেম্বর, ২০২১ তারিখ রাট ১১.৫৯ মিনিটের মধ্যে। খেলার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথির কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

অনলাইন আবেদন লিঙ্ক : ক্লিক করুন

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন