Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক যোগ্যতায় ২৬৯ কনস্টেবল পদে নিয়োগ

BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) খেলোয়াড় কোটায় একাধিক গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 21SP01/14034/1/2013। প্রথমে চুক্তির ভিত্তিতে নেওয়া হলেও পরে স্থায়ীকরণ হতে পারে। মোট ২৬৯ টি কনস্টেবল (Army Constable) পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।

শূন্যপদ :
১) বক্সিং (মেন) ১০; বক্সিং (উইমেন) ১০
২) জুডো (মেন) ৮; জুডো (উইমেন) ৮
৩) সুইমিং (মেন্) ১২; সুইমিং (উইমেন) ৪
৪) ক্রস কান্ট্রি (মেন্) ২; ক্রস কান্ট্রি (উইমেন) ২
৫) কবাডি (মেন) ১০;
৬) ওয়াটার স্পোর্টস (মেন) ১০; ওয়াটার স্পোর্টস (উইমেন) ৬
৭) উসু (মেন) ১১;
৮) জিমন্যাস্টিক (মেন) ৮
৯) ওয়েট লিফটিং (মেন ) ৮
১০) ওয়েট লিফটিং (উইমেন) ৯
১১) ভলিবল (মেন) ১০
১২) রেস্টলিং (মেন) ১২; রেস্টলিং উইমেন (১০)
১৩) হ্যান্ডবল (মেন) ৮
১৪) বডি বিল্ডিং (মেন) ৬
১৫) আর্চারি (মেন) ৮ ; আর্চারি (উইমেন) ১২
১৬) তাইকুন্ডু (মেন) ১০
১৭) অ্যাথেলেটিক্স (মেন) ২০; অ্যাথেলিটিক্স (উইমেন) ২৫
১৮) ইকুয়েস্টরেন (মেন) ২
১৯) শুটিং (মেন) ৩, শুটিং (উইমেন) ৩
২০) বাস্কেটবল (মেন) ৬
২১) ফুটবল (মেন) ৮

যোগ্যতা : প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা : পুরুষ উচ্চতা ১৭০ সেমি, মহিলা উচ্চতা ১৫৭ সেমি বুকের ছাতি (পুরুষ প্রার্থীর জন্য) ৮০ সেমি না ফুলিয়ে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত হবে। চোখের দৃষ্টি : ৬/৬ এবং ৬/৯ কোন লেন্স ছাড়া। বর্ণান্ধতা, জোড়া হাঁটু, চ্যাটালো পায়ের পাতা গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা : ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছর। সংরক্ষিত শ্ৰেণীৰ নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন : লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ – ৬৯,১০০ বং অন্যান্য ভাতা।

আবেদন : প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী ২২ সেপ্টেম্বর, ২০২১ তারিখ রাট ১১.৫৯ মিনিটের মধ্যে। খেলার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথির কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

অনলাইন আবেদন লিঙ্ক : ক্লিক করুন

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন

Exit mobile version