Site icon জীবিকা দিশারী

দেশের আর্মি পাবলিক স্কুলগুলিতে ৮৭০০ টিচার নিয়োগ

army public school recruitment

সারা দেশের ১৩৬টি আর্মি পাবলিক স্কুলগুলিতে ৮৭০০ জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার নিয়োগ করা হবে (army public school recruitment)৷

আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তরফে একটি নোটিস জারি করে টিচার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে৷

যে সমস্ত বিষয়ে টিচার নিয়োগ করা হবে সেগুলি হল- ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি,

ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি,

সাইকোলজি, কমার্স, কম্পিউটার সায়েন্স/ ইনফরমেটিক্স, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন৷

যোগ্যতা: পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড৷

ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং বিএড৷

পিআরটি-র ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা বা বিএড৷

সবক্ষেত্রেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে৷

বয়সসীমা: ফ্রেস প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের কম এবং যে সমস্ত প্রার্থীদের গত দশ বছরে পাঁচ বছরের বেশি টিচিং অভিজ্ঞতা রয়েছে তাঁদের ক্ষেত্রে বয়স হতে হবে ৫৭ বছরের কম৷

বয়স সম্পূর্ণ হতে হবে ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউ, টিচিং স্কিল এবং কম্পিউটারে কাজের দক্ষতা যাচাই ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

অনলাইন স্ক্রিনিং টেস্টে পাশ করলে তবেই ইন্টারভিউ ও টিচিং স্কিলের পরীক্ষা দিতে পারবেন৷

প্রার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থাও রয়েছে, ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে মক টেস্টের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল খোলা হবে৷ পরীক্ষা কেন্দ্রের তালিকা ওয়েবসাইটে দেওয়া রয়েছে,

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রার্থীদের জন্য বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও রয়েছে,

কেউ দরকার মনে করলে বাড়ি থেকেও পরীক্ষা দিতে পারেন৷ সময়মতো ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে৷

অনলাইন স্ক্রিনিং টেস্টে বসার জন্য সিটেট/ টেট পাশ বাধ্যতামূলক নয়৷

পরীক্ষার তারিখ: পরীক্ষা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে৷ রেজাল্ট বের হবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ৷

অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে৷

পরীক্ষার ফি: ৩৮৫ টাকা৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: https://register.cbtexams.in/AWES/Registration/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে ২৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত৷ দেশের ১৩৬টি আর্মি পাবলিক স্কুলগুলির নাম ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত উপরোক্ত লিঙ্ক থেকে জানা যাবে৷

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য https://www.awesindia.com/ ওয়েবসাইট থেকে জানা যাবে (army public school recruitment)৷

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

Exit mobile version