দেরাদুনের মিলিটারি স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু

1215
0
army public school recruitment

রাষ্ট্রীয় ভারতীয় সেনা কলেজ, দেরাদুনের (আরআইএমসি) জানুয়ারি ২০২২ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে ((army school admission))

ভর্তির জন্য ছাত্রদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে ।

ভর্তি হবে একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।

এখানে পড়ানো হবে সিবিএস‌ইর পাঠক্রমের অধীনে, এক‌ইসঙ্গে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি পরীক্ষায় বসার উপযোগী করে।

আবেদনের জন্য ১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স হতে হবে ১১ বছর ৬ মাস থেকে ১৩ বছরের কম (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০৯ থেকে ১ জুলাই ২০১০-এর মধ্যে)।

এই রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে ভর্তির সময় ছাত্রকে সপ্তম শ্রেণিতে পাঠরত বা উত্তীর্ণ হতে হবে।

আবেদনের ফি: ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের জন্য ৫৫৫ টাকা।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে `কমান্ড্যান্ট, আর.আই.এম.সি, দেরাদুন,

আদিষ্ট শাখা (ড্রয়ি ব্রাঞ্চ): স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, তেল ভবন, দেরাদুন (ব্যাঙ্ক কোড ০১৫৭৬), উত্তরাখণ্ড’-র অনুকূলে।

পরীক্ষার তারিখ: পরীক্ষা হবে আগামী ৫ জুন ২০২১ তারিখে। লিখিত পরীক্ষায় থাকবে অঙ্ক, সাধারণ জ্ঞান, ইংরেজি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোনাল ইন্টারভিউ।

আবেদনের পদ্ধতি: নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। রাজ্যগুলির স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক (প্রতিরক্ষা) দপ্তরে থেকে দরখাস্তের বয়ান পাওয়া যাবে।

পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে আগামী ১৩ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্ম পাওয়ার ও পূরণ করা আবেদনপত্র জমা করার ঠিকানা:

উপসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক (প্রতিরক্ষা) বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, কক্ষ নং- ৪০৭, পঞ্চমতল, হাওড়া, পিন- ৭১১১০২ (army school admission)।

বিজ্ঞপ্তি দেখা যাবে https://postimg.cc/1fnwQ84S লিঙ্কে।

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন

কোথায় কী চাকরির আবেদন অনলাইন বা অফলাইনে জানতে ক্লিক করুন