বাঁকুড়ায় আশা কর্মী নিয়োগ

694
0
ASHA Recruitment 2024

বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন খাটরা মহকুমা এলাকায় আশা কর্মী নিয়োগ করা হবে। মেমো নম্বর: 1964/G. ASHA Coordinator Recruitment

বেতন: প্রতি মাসে ১৫০০০ টাকা।

যোগ্যতা: ১. সোশ্যাল সায়েন্স/ সোশিওলজি/ সোশ্যাল অ্যানথ্রোপোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ইকোনমিক্স/ রুরাল ডেভলপমেন্ট/

মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি অথবা যে কোনো শাখায় স্নাতক সঙ্গে হেলথ প্রোজেক্টে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে খাটরা সাব ডিভিশনের বাসিন্দা হতে হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনো নিয়োগ

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.bankura.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

ডাকবিভাগে টেকনিক্যাল সুপারভাইজার

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স, নাম ঠিকানা লেখা দুটা ২৫ টাকার খাম,

সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি খাটরা এসডিও অফিসে রাখা ড্রপ বাক্সে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ২৪ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত জমা করা যাবে।

ব্যাঙ্কে ১৪০২ স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ

আবেদনপত্রটি অ্যাড্রেস করতে হবে The Sub-Divisional Officer, PO+PS- Khatra, Dist:- Bankura, Pin- 722140.

খামের উপরে লিখতে হবে ‘Applucation for the Post of Block Pragramme Coordinator (ASHA)’.

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ASHA Coordinator Recruitment