পশ্চিম মেদিনীপুরে আশাকর্মী

1059
0
Asha Worker Recruitment 2023

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার ৫টি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে (Asha Karmi recruitment)।

যোগ্যতা: বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে পতিসঙ্গহীনা/ বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷

প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে৷ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

বাসস্থানের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড/ এপিক কার্ড/ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ইস্যু করা সার্টিফিকেট দেখাতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

আবেদেনর পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.paschimmedinipur.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র, যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স, ৫ টাকার ডাকটিকিট লাগানো নিজের নাম ঠিকানা লেখা খাম সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে গিয়ে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ এপ্রিল ২০২২ বিকাল ৫টা (Asha Karmi recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন