মালদায় আশাকর্মী নিয়োগ

1264
0
Asha Worker Recruitment 2023

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন মালদায় চুক্তির ভিত্তিতে আশাকর্মী নিয়োগ করা হবে (asha karmi recruitment 2021)। মেমো নম্বর: HWF/NHRM-20/206 (Part-II) 1631.

বিবাহিত/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। মাধ্যমিক ব সমতুল পাশ হতে হবে।

১ অক্টোবর ২০২১ তারিখ হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকার বাসিন্দা হতে হবে হবে। মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারিভউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

https://www.malda.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৪ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত (asha karmi recruitment 2021)।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন