মালদা চাঁচল সাব-ডিভিশনে ২১৩ জন আশাকর্মী (অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট) নিয়োগ করা হবে৷ মেমো নম্বর: 206/SDO/CHL/HEALTH/ASHA.
যোগ্যতা: বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে পতিসঙ্গহীনা/ বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে৷ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। বাসস্থানের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড/ এপিক কার্ড/ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ইস্যু করা সার্টিফিকেট দেখাতে হবে।
পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিস্তারিত খবর দেখতে ক্লিক করুন
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে৷ প্রার্থীকে মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে অন্তিম পর্বের প্রার্থী বাছাই করা হবে৷
আবেদনের পদ্ধতি: www.malda.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।