উত্তর ২৪ পরগনায় মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী

920
0
Asha Worker Recruitment 2023

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে বনগাঁও সাব ডিভিশনে আশা কর্মী নিয়োগ করা হবে।

মেমো নম্বর: G/710/SDO/BGN/ASHA.

বয়সসীমা: ২৫ মে ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হব ৩০-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। কেমবমাত্র বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্নরা আবেদন করতে পারবেন।

যে এলাকার জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://north24parganas.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

আবেদন করতে হবে ১০ জুন ২০২২ তারিখের মধ্যে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স, দুকপি পাসপোর্ট মাপের ছবি,

নিজের নামঠিকানা যুক্ত ৫টাকার স্ট্যাম্প ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদি দিতে হবে।

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR ENGAGEMENT AS ASHA, name of the sub-center applied for ……. and name of Village……………’.

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Block Development Officer……Development Block. At….. B.D.O Office At……PO……PS…..Dist: North 24 Parganas, PIN…..

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে আগামী ১০ জুন ২০২২ তারিখের মধ্যে।