রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (সদর) মহকুমার অধীন তিনটি ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে (Asha karmi recruitment 2022)।
যে তিনটি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে সেগুলি হল: বালুরঘাট ব্লক, তপন ব্লক, কুমারগঞ্জ ব্লক।
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ: অমৃতখণ্ড: ১, রামপাড়াচেঁচড়া: ১, আউটিনা: ২, রামচন্দ্রপুর: ১, ডাইং মালঞ্চা: ১, সমঝিয়া: ১।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।
আরও খবর পড়ুন: ১. জলপাইগুড়িতে নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ
২. প্রাইমারি টেট-এর অনলাইন আবেদন শুরু
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড/ সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড,
উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র (শুধুমাত্র তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য),
প্রার্থীর স্বাক্ষরসহ দুকপি সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি ৪ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Asha karmi recruitment 2022)।
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও নোটিসটি দেখতে ক্লিক করুন