নদীয়ায় আশা কর্মী নিয়োগ

855
0
Asha Worker Recruitment 2023

নদিয়া জেলার তেহট্ট ব্লকের অন্তর্গত পাথরঘাটা-১ গ্রাম পঞ্চায়েতে চুক্তির ভিত্তিতে আশাকর্মী নিয়োগ করা হবে (asha karmi recruitment 2022)।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://nadia.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স প্রার্থীর স্বাক্ষর করা পাসপোর্ট মাপের দুটি ছবি দিতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাঠাতে হবে `তেহট্ট-১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, গ্রাম: তেহট্ট, পোষ্ট: তেহট্ট, থানা: তেহট্ট, জেলা: নদীয়া, পিন- ৭৪১১৬০’ ঠিকানায়।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২২ বিকেল ৩টে (শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বাদে)। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (asha karmi recruitment 2022)।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে এবং সম্পূর্ণ নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

আরও খবর: দক্ষিণ দিনাজপুরে আশাকর্মী নিয়োগ