Site icon জীবিকা দিশারী

মালদায় আশাকর্মী নিয়োগ

Asha Worker Recruitment 2023

মালদা চাঁচল সাব-ডিভিশনে ২১৩ জন আশাকর্মী (অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট) নিয়োগ করা হবে৷ মেমো নম্বর: 206/SDO/CHL/HEALTH/ASHA.

যোগ্যতা: বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে পতিসঙ্গহীনা/ বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে৷ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। বাসস্থানের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড/ এপিক কার্ড/ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ইস্যু করা সার্টিফিকেট দেখাতে হবে।

পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিস্তারিত খবর দেখতে ক্লিক করুন

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে৷ প্রার্থীকে মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে অন্তিম পর্বের প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের পদ্ধতি: www.malda.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন

Exit mobile version