উত্তর ২৪ পরগনায় আশা কর্মী নিয়োগ

1243
0
Asha Worker Recruitment 2023

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন বসিরহাট সাব ডিভিশনে ন্যাশনাল হেলথ মিশনে আশা কর্মী নিয়োগ করা হবে।

মেমো নম্বর: 143/DEV (Health).

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। কেবলমাত্র বিবাহিতা/ বিবাহ-বিচ্ছিন্না/ বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। যে হেলথ সাব-সেন্টারের শূন্যপদের জন্য আবেদন করবেন প্রার্থীকে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স: ১৫ মে ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://north24parganas.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র, দুকপি পাসপোর্ট মাপের রঙিণ ছবি, নিজের নাম ঠিকানা লেখা ২৫ টাকার ডাকমাশুল যুক্ত খাম ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ব্লক ডেভলপমেন্ট অফিসে পাঠাতে হবে।

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR ENGAGEMENT AS ASHA, name of the sub-center applied for …………… and name of service area……….’.

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি ২২ মে ২০২৩ তারিখ বিকাল ৩টের মধ্যে পৌঁছতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও নোটিস দেখতে ক্লিক করুন

 

 

আরও খবর

নেট-এর অনলাইন আবেদন শুরু

 

উচ্চমাধ্যমিক যোগ্যতায় এসএসসির মাধ্যমে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ