বাঁকুড়ায় আশাকর্মী নিয়োগ

1414
0
asha karmi recruitment 2023

বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অর্ন্তগত বিভিন্ন ব্লকে অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট বা আশা কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতাই বিচার করা হবে।

কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

ডিভিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://bankura.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণপত্রের স্ব-প্রক্যয়িত জেরক্স দিতে হবে সেগুলি হল:

জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, ভোটার কার্ড/ রেশন কার্ড,

বিবাহ বিচ্ছিন্না হলে আদালত কর্তৃক আদেশনামা/ বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র/ বিবাহিত হলে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট অথবা স্বামীর নাম আছে এমন প্রামাণ্য নথি,

উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা/ প্রশিক্ষণ প্রাই দাই অথবা লিংক ওয়ার্কার-এর প্রমাণপত্র (প্রযোজ্য হলে), প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট মাপের ছবি।

উত্তর ২৪ পরগনায় আশা কর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে ২৫ মে ২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন