বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অর্ন্তগত বিভিন্ন ব্লকে অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট বা আশা কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতাই বিচার করা হবে।
কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://bankura.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণপত্রের স্ব-প্রক্যয়িত জেরক্স দিতে হবে সেগুলি হল:
জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, ভোটার কার্ড/ রেশন কার্ড,
বিবাহ বিচ্ছিন্না হলে আদালত কর্তৃক আদেশনামা/ বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র/ বিবাহিত হলে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট অথবা স্বামীর নাম আছে এমন প্রামাণ্য নথি,
উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা/ প্রশিক্ষণ প্রাই দাই অথবা লিংক ওয়ার্কার-এর প্রমাণপত্র (প্রযোজ্য হলে), প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট মাপের ছবি।
পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে ২৫ মে ২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।