নদিয়ায় আশাকর্মী নিয়োগ

1822
0
Asha Karmi recruitment 2023

নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী মহকুমার চাকদহ ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের অধীন ১৮টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে।  Asha Karmi recruitment 2023

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে মাধ্যমিকের যোগ্যতাই বিচার করা হবে।

প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারবেন।

মাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে চাকরি

বয়স: ১৮ মে ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://nadia.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

মুর্শিাদাবাদে লাইব্রেরিয়ান নিয়োগ

পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স দিতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে পাঠাতে হবে।

মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

বিডিও অফিসে ড্রপ বাক্সে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ জুন ২০২৩ তারিখ বিকাল ৪টে (শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বাদে অন্যান্য দিনে আবেদনপত্র জমা করতে হবে)।  Asha Karmi recruitment 2023

অফিশিয়াল নোটিফিকেশন ক্লিক করুন

 

দরখাস্তের বয়ান ক্লিক করুন