আশাকর্মী নিয়োগ

225
0
Asha Karmi Recruitment 2024

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সাব ডিভিশনের হেমতাবাদ ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে। Asha Karmi Recruitment 2024

মেমো নম্বরঃ 1676/SDO(R)/BPC.

যোগ্যতাঃ যে কোনো শাখায় স্নাতক সঙ্গে হেলথ প্রোজেক্টে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা সোশ্যাল সায়েন্স/ সোশিওলজি/ সোশ্যাল অ্যানথ্রোপোলজি/ সোশ্যাল

ওয়ার্ক/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ইকোনমিক্স/ রুরাল ডেভলপমেন্ট/ মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি।

প্রার্থীকে রায়গঞ্জ সাব-ডিভিশনের বাসিন্দা হতে হবে এবং মাাইক্রোসফট অফিস ও ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ইউকো ব্যাঙ্কে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে এ ফোর মাপের কাগজে নির্দিষ্ট বয়ানে।

www.uttardinajpur.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স,

নিজের নামঠিকানা লেখা ৫টাকার স্ট্যাম্প সহ পাঠাতে হবে To, The Member Secretary, Block Programme Coordinator, ASHA Selection Committee,

Office of the Sub-Divisional Officer, Raiganj Sadar Sub-Division, PO- Karnajora, PS-Rajganj,

District- Uttar Dinajpur, Pin- 733130 ঠিকানায়।

দশম শ্রেণি যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৩ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে। Asha Karmi Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

মাধ্যমিক পরীক্ষার ফর্মফিলাম এবার অনলাইনে